আমির, শাহরুখ, সালমান। তিন খানকে এক করা যেন অসম্ভব। কিন্তু না। এবার এক মঞ্চে, এক ক্যামেরায় দেখা গেছে তাদের। শুধু ৩ খান নয় সাথে ছিলেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ মিলনমেলার সম্পূর্ণ কৃতিত্ব রজত শর্মার।
তিন খানের মিলনের খবরেই এতদিন সরগরম। কিন্তু হঠাৎ করেই সালমানের বোন অর্পিতার বিয়ের আগে থেকে উল্টো দিকে ঘুরতে শুরু করল চাকাটা।
সালমার খানের বোন অর্পিতার প্রিওয়েডিং সেরিমনিতে শাহরুখ-সালমানের পূনর্মিলনের পর নাকি ঘণ্টার পর ঘণ্টা আড্ডা মেরেছেন রুপোলী পর্দার এই ৩ মহারথী। কিন্তু তা সত্ত্বেও এক স্ক্রিনে ৩ জনকে এখনও পর্যন্ত কেউই ধরতে পারেননি। সেই কাজইটাই করে ফেললেন রজত শর্মা। অসম্ভবকে সম্ভব করে ছোটপর্দায় তাঁর বিখ্যাত চ্যাট শো-এ একসাথে মুখ দেখাতে এই তিনজনকে রাজি করিয়ে ফেলেছেন রজত।
বিখ্যাত এই টক-শ’র ২১ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় নয়া দিল্লির প্রগতি ময়দানে এই বিশেষ পর্বটি ধারন করা হয়। আগামী ৭ ডিসেম্বর রাত ১০টায় ভারতীয় টিভি চ্যানেল ইন্ডিয়াটিভি এবং স্টার প্লাস পর্বটি সম্প্রচার করবে। যা দেখার জন্য মুখিয়ে রয়েছে সমস্ত ভারতবাসী।
এ সময় উপস্থিত ছিলেন- অনুপমা খের, কিরন খের এবং মধুর ভানডরকার রণবীর কাপুর, দীপিকা পড়ুকোন, প্রিয়াঙ্কা চোপরা, সোনাক্ষী সিনহার মত তারকারা।