আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মে ৷৷ ত্রিপুরা জুডিশিয়াল অফিসারদের পঞ্চম বার্ষিক কনক্লেভের উদ্বোধন হয় রবিবার। কনক্লেভের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মুক্ত ও স্বচ্ছ বিচার ব্যবস্থা গণতন্ত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতার অপব্যবহার রোধে কার্যকরী ভূমিকা পালন করে। তিনি বলেন, রাজ্য চালনার জন্য জেলা প্রশাসন ও বিচার ব্যবস্থার মধ্যে সুষ্ঠ সমন্বয় থাকা দরকার। তা সুনিশ্চিত করতে ৮টি জেলাতেই বিচার বিভাগীয় কার্যাবলি শুরু করার জন্য অনুরোধ জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।