আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মে ৷৷ নানা ইস্যুতে বিজেপি’র দিকে তোপ দাগলেন সি পি আই (এম) রাজ্য নেতৃত্ব। বুধবার মেলারমাঠস্থিত সি পি আই (এম) সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস বলেন, সি পি আই (এম)-কে গণতান্ত্রিক পদ্ধতিতে কোন কাজ করতে দিচ্ছে না বিজেপি। তিনি বলেন, মঙ্গলবার খোয়াইয়ে পার্টির অফিসে তাদের সাংগঠনিক বৈঠকে মিলিত হতে বাধা দেয় বিজেপি কর্মীরা। তিনি এও বলেন, পরে পুলিসের হস্তক্ষেপে তারা বৈঠক সম্পন্ন করেন। তিনি বলেন, রাজ্যে আইনের শাসন নেই বললেই চলে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস এবং সাংসদ জিতেন্দ্র চৌধুরী এই ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে স্পষ্টিকরণ চেয়েছেন।