মিসর, ৩ ডিসেম্বর ।। মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ১৮৮ জন সমর্থকের মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সামরিক অভ্যূত্থানের পর সৃষ্ট গণআন্দোলনে একটি পুলিশ স্টেশনে হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে এ রায় দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দেশটির গিজা ফৌজদারী আদালত এ রায় দিয়েছেন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ২০১৩ সালে রাজধানী কায়রোর কাছে একটি পুলিশ স্টেশনে হামলার দায়ে এ দণ্ড ঘোষণা করা হয়। গত বছর ১৪ আগস্টের ওই হামলায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হন।
রায় ঘোষণার সময় ১৮৮ জনের মধ্যে ১৩৫ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
আসামিরা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন। আগামী বছরের ২৪ জানুয়ারি চূড়ান্ত রায় ঘোষণা করা হতে পারে।
এর আগেও মুসলিম ব্রাদারহুডের কয়েক শ নেতা-কর্মী-সমর্থককে গণহারে মৃত্যুদণ্ড দিয়েছেন মিসরের আদালত।