মুম্বাই, ৩ ডিসেম্বর ।। মুম্বাইয়ের অপরাধ জগতের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ভাতিজা এবং সঙ্গীত পরিচালক গুলশান কুমার হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামি আব্দুর রউফ দাউদ মার্চেন্টকে আদালতে হাজির করা হয়েছে।
বুধবার দুপুরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখিয়ে শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সহযোগী দাউদ মার্চেন্টের ৭ দিনের রিমান্ড চেয়ে ঢাকা সিএমএম আদালতে হাজির করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নুরু মিয়ার আদালতে এ রিমান্ড শুনানি হবে।
এর আগে, কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার দুদিনের মধ্যে বুধবার ভোর পাঁচটায় রাজধানীর খিলগাঁও থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে ফের আটক করে।