৩ ডিসেম্বর ।। অস্ট্রেলিয়ার ম্যাক্সভিলে ফিলিপ হিউজকে শেষ বিদায় জানাল ক্রিকেট বিশ্ব। শেষকৃত্যে চোখের জল সামলাতে পারলেন না তাঁর পরিবারের সদস্যরা। হিউজের শেষকৃত্যে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সদস্যরা। ছিলেন রবি শাস্ত্রী, বিরাট কোহলি।
তরুণ এই ক্রিকেটারের শেষ বিদায়ে ভ্যাটিকান সিটি তাদের ক্রিকেট দলটিকে পাঠিয়েছে। গত বৃহস্পতিবার জীবনযুদ্ধে হার মানেন অসি ব্যাটসম্যান ফিলিপ হিউজ। মঙ্গলবার শেফিল্ড শিল্ডের ম্যাচ চলাকালীন শন অ্যাবোটের বাউন্সারে মাথায় চোট পান তিনি। হিউজের মৃত্যুতে পিছিয়ে গিয়েছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের কর্মসূচি। প্রশ্ন উঠেছে বাউন্সার নিয়েও। তবে হারিয়ে যায়নি ক্রিকেটের স্পিরিট। বাউন্সার নিষিদ্ধ হলে ক্রিকেট নিস্তেজ হয়ে পড়বে বলে মনে করছেন আন্তর্জাতিক ক্রিকেট বিশ্ব।
ছবি- জি নিউজ