দুবাই যাচ্ছে রাজ্যের ‘কুইন’, মৌ স্বাক্ষরিত প্রজ্ঞা ভবনে

anaআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মে ৷৷ ত্রিপুরার ‘কুইন’ ও ‘কিউ’ ভ্যারাইটির আনারস দুবাই রপ্তানীর উদ্দেশ্যে মৌ স্বাক্ষরিত হয়। শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনের ৩নং হলে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড ও স্পাইস জেট মার্চেনডিস লিমিটেড, ত্রিপুরা/ক্রেমারি ক্র্যাফট কোলকাতার সাথে মৌ স্বাক্ষরিত হয়। ত্রিপুরা রাজ্যের কুইন প্রজাতির আনারস বিশ্ব বিখ্যাত। এ আনারসের কদর সারা বিশ্বে রয়েছে। ত্রিপুরা ছাড়া আর কোথাও এ আনারসের ফলন হয় না। এদিন প্রজ্ঞা ভবনে উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের উদ্যোগে ত্রিপুরার হর্টিকালচার পণ্য সামগ্রীর প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ বিষয়ক এক সেমিনারে এই মৌ স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে উদ্বোধন করেন রাজ্যের কৃষি দফতরের মন্ত্রী প্রাণজীৎ সিংহ রায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পাইস জেট প্লেন সংস্থার জেনারেল ম্যানেজার অমিত চাড্ডা, কলকাতার রপ্তানিকারক শিবনাথ ভট্টাচার্য্য সহ দেশ-বিদেশের গবেষক, ব্যবসায়ী ও কৃষি দফতরের কর্মকর্তারা। জানা যায়, প্রথম তিন মাস ত্রিপুরা রাজ্য থেকে গড়ে ৬০ টন আনারস রফতানি করার পরিকল্পনা রয়েছে। রাজ্য থেকে আনারসগুলো স্পাইস জেট প্লেনে করে নিয়ে যাওয়া হবে। এ মাসেই ত্রিপুরা থেকে আনারস রফতানি শুরু হবে দুবাইতে। এর পাশাপাশি দেশের গুজরাট, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ থেকে ক্যুইন আনারসের অর্ডার এসেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*