আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মে ৷৷ কর্ণাটকে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন বিজেপি’র মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার বিকেল ৪টায় কর্ণাটক বিধানসভায় আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেয়ার কথা ছিল ইয়েদুরাপ্পার। কিন্তু আস্থা ভোটের পথে না গিয়েই ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করায় মাত্র দু’দিনের বিজেপি সরকারের পতন হয়েছে। রাজ্যটিতে রোববার জেডিএসের কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী করে কংগ্রেস-জেডিএস জোট সরকার গঠন হতে পারে।
কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকার গঠন হওয়ার আনন্দে শনিবার রাজধানী আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে উল্লাসে মেতে উঠে কংগ্রেস নেতা কর্মীরা। এদিন সন্ধ্যায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বাজি পুড়িয়ে এবং একে অপরকে মিষ্টি খাইয়ে উল্লাস করেন কংগ্রেস নেতা কর্মীরা।
উল্লেখ্য, কর্ণাটকে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ত্রিশঙ্কু ফল হয়েছে। সরকার গড়তে কমপক্ষে ১১২ বিধায়কের প্রয়োজন হলেও বিজেপি ১০৪ আসনে জয়ী হয়। অন্যদিকে কংগ্রেস ৭৮, জেডিএস ৩৭ ও অন্যরা ৩ আসনে জয়ী হয়। ফল প্রকাশের পরে কংগ্রেস বিজেপিকে রুখতে জেডিএসকে সমর্থন দিয়ে সরকার গঠন করার কথা বলে। তাদের কাছে নির্দলীয় বিধায়কসহ ১১৭ বিধায়ক থাকলেও গভর্নর বজুভাই বালা সরকার গড়তে বিজেপিকে আমন্ত্রণ জানান এবং গত (বৃহস্পতিবার) বিজেপি’র ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। গভর্নর তাকে ১৫ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেয়ার নির্দেশ দেন।