দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৩ ডিসেম্বর ।। জীবনের সঙ্গে যুদ্ধ করে যাঁরা পথ পাড়ি দিচ্ছেন – তাঁরাই হচ্ছেন প্রতিবন্ধী। সমাজে শারীরিক, মানষিক, শ্রবন, দৃষ্টিহীন প্রতিবন্ধী যেমন আছেন তেমনি দুর্ঘটনাজনিত কারনে বহু মানুষ প্রতিবন্ধী হয়ে জীবন অতিবাহিত করছেন। বিশ্বজুড়ে প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল মানবিক সাহায্যে সাধারন মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহবানে প্রতিবছর পালিত হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস। রাষ্ট্রসংঘ ১৯৮১ সালকে ঘোষনা করেছিল আন্তর্জাতিক প্রতিবন্ধী বর্ষ দিবস হিসেবে। কোনো এক সময়ে প্রতিবন্ধীদের সামাজিক বোঝার সংজ্ঞা পাল্টে দিয়ে প্রতিবন্ধী মানুষরাই প্রমান করেছেন রাষ্ট্র, দেশ তথা পরিবারে যে কোনো দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করতে পারেন। বিশ্ব প্রতিবন্ধী দিবসে সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করা হয়েছে প্রতিবন্ধীদের সার্বিক কল্যানে এগিয়ে আসার। বিশ্ব প্রতিবন্ধী দিবসে রাজ্য সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে দিবসটিতে বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা, ক্রীড়া ও বিনোদনের কার্যক্রম হয়েছে যেখানে প্রতিবন্ধীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে একান্ত আপনজন হিসেবে গন্য করার আহ্বান জানানো হয়েছে। বুধবার সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রতিবন্ধীদের নিয়ে আলোচনা ও সংস্কৃতিক অনুষ্ঠান করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ।