আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মে ৷৷ ফের বন্যা পরিস্থিতি রাজধানী সহ রাজ্যের বিভিন্ন এলাকায়। বিপদসীমার উর্দ্ধে বইছে হাওড়া নদী। রবিবার বড়মুড়া পাহাড়ী এলাকায় ভোর রাতে কয়েক দফায় ভারী বৃষ্টিপাতের জেরে প্লাবিত হয়ে পড়ল হাওড়া নদীর নিম্নাঞ্চলভারী বর্ষণের জেরে প্লাবিত হয়ে পড়েছে রাজধানী সহ রাজধানীর সংলগ্ন চন্দ্রপুর, বলদাখাল, আড়ালিয়া, শ্রীলঙ্কা বস্তি, প্রতাপগড়, খয়েরপুর এলাকা। রাজধানীর চন্দ্রপুর জাতীয় সড়কের উপর জল থাকায় বন্ধ হয়ে পড়ে আসাম-আগরতলা জাতীয় সড়ক। কয়েক শতাধিক পরিবারের লোকজনকে আশ্রয় নিতে হয় ত্রান শিবিরে। প্রশাসনের পক্ষ থেকে তাদের খাওয়ার জন্য চিড় গুড় দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বলদাখাল, শ্রীলঙ্কা বস্তি এলাকার মানুষ। গৃহপালিত জীবজন্তুদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়। বন্যা কবলিত এলাকা থেকে দুর্গতদের উদ্ধারে নামতে হয় এন ডি আর এফ, টি এস আর সহ জেলা প্রশাসনের বিশেষ টিম। ক্ষতিগ্রস্থদের উদ্ধারের জন্য নামাতে হয় লাইফ বোট।