প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে প্রভাতী অনুষ্ঠানের সূচনা করলেন শিক্ষামন্ত্রী

ratanআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে ৷৷ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করতে শনিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আয়োজিত হয় প্রভাতী কবি প্রনাম অনুষ্ঠান। এই প্রভাতী অনুষ্ঠানে কবির সঙ্গীত, নৃত্য ও আবৃতির তাল ও ছন্দে মুখরিত হয়ে উঠে নজরুল কলাক্ষেত্র প্রাঙ্গণ। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে কবির প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনোজ কান্তি দেব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা উত্তম কুমার চাকমা এবং বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা অমিত শুক্ল।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*