ফের মর্মান্তিক যান দুর্ঘটনায় মৃত দুই, জখম ১১

acciআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে ৷৷ আবারো মর্মান্তিক যান দুর্ঘটনায় মৃত দুই জন। জখম হল আরো ১১ জন। ঘটনা মেলাঘরের পঞ্চপাণ্ডব চৌমুহনী সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শী জানায়, রবিবার সকালে TR-01Y-1510 নম্বরের একটি বলেরো সবজি বোঝাই গাড়ি মেলাঘর থানাধীন কোল্ড স্টোর সংলগ্ন পঞ্চপাণ্ডব চৌমুহনীতে এসে অত্যধিক গতিতে বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় আলমগির হোসেন নামে ৩৫ বছরের এক যুবকের। পরবর্তী সময়ে গুরুতর আহতদের উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় আরেকজনের। ঘটনায় জখম হল আরো ১১ জন। দুর্ঘটনার তদন্তে নেমেছে মেলাঘর থানার পুলিশ। দুর্ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় মানুষ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*