আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মে ৷৷ প্রথমে চুরির অপবাদ দিয়ে লাঞ্ছনা এবং পরে স্কুল থেকে বহিষ্কারের কারণে এক স্কুল ছাত্রী লাহাড়ী দেববর্মার আত্মহত্যার ঘটনায় উত্তাল গোটা রাজ্য। গত ২৪ মে আগরতলার বিগবাজার শপিংমলে বন্ধুদের সঙ্গে কেনাকাটা করতে যায় কৃতি ছাত্রী লাহাড়ী দেববর্মা। সেখানে বিগ বাজারের কর্মীরা লাহাড়ীর ওপর চুরির অপবাদ দিয়ে মানসিক লাঞ্ছনা করেন। এ খবর তার স্কুলে পৌঁছলে স্কুল কর্তৃপক্ষ তাকে স্কুল থেকে বহিষ্কার করে, এমনকি তার মাকে স্কুলে ডেকে এনে অপমান করে বলে অভিযোগ পাওয়া যায়। এই অপমান সহ্য করতে না পেরে পরের দিন ২৫ মে সে আত্মহত্যা করে।
এই ঘটনার তদন্ত সিবিআই’কে দিয়ে করানো এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে আগরতলার আস্তাবল মাঠে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ দেখায় দুইটি ছাত্র সংগঠনের সদস্যরা। তাছাড়া লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে আস্তাবল মাঠে ও তার স্কুলের সামনে বিক্ষোভ করেন ছাত্র সংগঠনের সদস্যরা। এ কর্মসূচীতে এক হাজারেরও বেশি লোকের সমাগম হয়। এভিবিপি’র বিক্ষোভের কারণে মঙ্গলবার সাময়িক সময়ের জন্য বিগ বাজার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এদিকে মঙ্গলবার সকালে রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং জনজাতি কল্যাণ মন্ত্রী এন সি দেববর্মা মৃতার মা দীপালী দেববর্মার সঙ্গে দেখা করেন।