আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মে ৷৷ গোটা দেশে চলছে ব্যাংক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের ডাকে বুধবার থেকে শুরু হয়েছে গোটা দেশে ব্যাংক ধর্মঘট। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। মূলত ব্যাংক কর্মচারী ও অফিসারদের ১১তম বেতন চুক্তি অবিলম্বে কার্যকর করার দাবিতে ৪৮ ঘণ্টার ব্যাংক ধর্মঘট পালন করছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস। গোটা ভারতে ১১ লক্ষ সহ ত্রিপুরা রাজ্যে তিন হাজারেরও বেশি ব্যাংক কর্মচারী এই হরতালে সামিল হয়েছেন। জানা যায়, এই হরতালের কারণে এ টি এম পরিষেবাও বন্ধ রয়েছে। ধর্মঘটের প্রভাব পড়েছে রাজ্যেও। ধর্মঘটকে কেন্দ্র করে তীব্র সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের। এদিকে বুধবার বিভিন্ন ব্যাংকের শাখার সামনে বেতন চুক্তি অবিলম্বে কার্যকর করার দাবিতে স্লোগান দিতে দেখা যায় সংগঠনের সদস্যদের।