জাতীয় ডেস্ক ৷৷ ২০১৪ সালের লোকসভা ভোটে ৫৪৩-এর মধ্যে এনডিএপেয়েছিল ৩৩৬টি আসন। যার মধ্যে বিজেপি একাই ছিল ২৮২। অর্থাত, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তারা। কিন্তু ৪ বছরের মাথায় বিজেপির সেই আসন নেমে এল ২৭১-এ। ইন্দিরা গাঁধীর মৃত্যুর পর দেশজোড়া সহানুভূতির হাওয়ায় ভর করে ১৯৮৪ সালের লোকসভা ভোটে রাজীব গাঁধীর কংগ্রেস একাই পেয়েছিল ৪১৪টি আসন৷ ৩০ বছর পর ২০১৪ সালে ফের কোনও একটি দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ে। এ নিয়ে দেশে-বিদেশে একাধিকবার গর্ব প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু চার বছরের মধ্যেই একাই ২৮২-র গর্ব তাঁর হাতছাড়া হল। ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর গত চার বছরে দেশের বিভিন্ন রাজ্যের ২৩টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। এর মধ্যে অধিকাংশ আসনেই বিরোধীদের কাছে হারতে হয়েছে বিজেপিকে। আসনগুলি হল মধ্যপ্রদেশের রতলাম, পঞ্জাবের গুরুদাসপুর, রাজস্থানের আলওয়ার এবং আজমেঢ়, উত্তরপ্রদেশের ফুলপুর এবং গোরক্ষপুর। এই ছটি আসনের সঙ্গে বৃহস্পতিবার যুক্ত হল উত্তরপ্রদেশের কৈরানা এবং মহারাষ্ট্রের ভান্ডারা-গোন্ডিয়া লোকসভা কেন্দ্র। গত চার বছরে যেসব উপনির্বাচন হয়েছে, তাতে বিজেপি ধরে রাখতে পেরেছে মাত্র চারটি লোকসভা কেন্দ্র। সেগুলি হল অসমের লখিমপুর, মধ্যপ্রদেশের শাদোল, মহারাষ্ট্রের বিড এবং গুজরাতের ভদোদরা। যদিও এনডিএ সরকার ক্ষমতায় আসার পর হওয়া লোকসভা উপনির্বাচনে পাঁচটি আসনে জয় পেয়েছে কংগ্রেস।