আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুন ৷৷ চাল ও ডিমে প্লাস্টিক মেশানোর পর এবার অভিযোগ উঠল আটার বিরুদ্ধে। শনিবার সকালে প্লাস্টিকের আটাকে কেন্দ্র করে মেলাঘর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিকুঞ্জ বিহারি নামে স্থানীয় এক বাসিন্দা জানান, শুক্রবার রাতে দোকান থেকে নিজেদের খাবারের জন্য আটা নিয়ে যান। পর দিন সকালে তার স্ত্রী রুটি তৈরির জন্য ওই আটায় পানি মেশালে তা রাবারের মতো হয়ে যায়। এ ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, এরআগেও মোহনপুর এলাকায় প্লাস্টিকের আটা পাওয়া যায়।