নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর ।। কেন্দ্রীয় সরকারের শ্রমিক-কর্মচারী-জনস্বার্থ বিরোধী নীতির অভিযোগ এনে দেশব্যাপী প্রতিবাদে সামিল হল শ্রমিক সংগঠন গুলি। শুক্রবার সিট্যু, ইন্টাক সহ দেশের ১১টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ‘জাতীয় প্রতিবাদ দিবস’ পালন করে দেশের বিভিন্ন স্থানে। সেই সঙ্গে গোটা দেশের সঙ্গে দেশের সবকটি রাজ্যের রাজধানীতেও সেই বিক্ষোভ সমাবেশ করা হবে। শুক্রবার আগরতলার বিভিন্ন স্থান থেকে শ্রমিক, কর্মচারীরা মিছিল করে এসে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জমায়েত হয়। সেখানেই হয় বিক্ষোভ সমাবেশ। সমাবেশে উপস্থিত ছিল সিট্যু-র রাজ্য সভাপতি মানিক দে এবং রাজ্য সাধারন সম্পাদক তথা সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ বিভিন্ন নেতৃবৃন্দরা।