গোপাল সিং, খোয়াই, ০৫ জুন ৷৷ এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় খোয়াই। মঙ্গলবার সকালে খোয়াই মৎস দপ্তরের দপ্তরের পাশে মেঘারাণী দেববর্মা (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি মহিলার মৃতদেহ একটি গাছে ঝুলে রয়েছে। পরে মৃতদেহটি নামিয়ে খোয়াই জেলা হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। জানা যায় মৃত মহিলার স্বামী রণজীৎ দেববর্মা ডি ডাব্লিউ এস দপ্তরে হেল্পারের কাজে নিযুক্ত। এই ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।