আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুন ৷৷ সরকারের কাজ হচ্ছে কোনও ব্যাক্তির যে পেশাগত পারদর্শিতা রয়েছে তাদেরকে উৎসাহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। তখনই গ্রামেগঞ্জে যে প্রতিভা রয়েছে তার প্রকাশ পাবে। বুধবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বিলোনীয়া পুর পরিষদের সহযোগীতায় বিলোনীয়া টাউন হলে আয়োজিত যাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রীকে বিলোনীয়া শিল্পী সমাজের পক্ষ থেকে একটি স্মারক উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক বিলোনীয়া পুর পরিষদের পক্ষ থেকে একটি বই তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, শংকর রায়, সুভাষ চন্দ্র দাস, দক্ষিন ত্রিপুরা জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা বিষ্ণুপদ দাস, বিশিষ্ট সমাজসেবী বিভীষণ চন্দ দাস এবং গৌতম সরকার। এই যাত্রা উৎসবটি আগামী ৯ জুন পর্যন্ত চলবে।