গ্রীন এইম সামাজিক সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী Posted on June 8, 2018 by santanu99 — No Comments ↓ সাগর দেব, তেলিয়ামুড়া, ০৮ জুন ৷৷ বিশ্ব পরিবেস দিবসের অঙ্গ হিসেবে গ্রীন এইম সামাজিক সংস্থার উদ্যোগে তেলিয়ামুড়া চাকমাঘাট মহকুমা শাসক অফিসে ৩০টি বৃক্ষ রোপণ করা হয়। এই বৃক্ষ রুপন অনুষ্ঠানে সংস্থার সদস্যদের পাসাপাশি মহকুমা শাসক জয়ন্ত দেও বৃক্ষ রোপণ করেন।