আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুন ৷৷ লেফুঙ্গা ব্লকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করল আই পি এফ টি কর্মী সমর্থকরা। সোমবার দুপুরে আগরতলা খোয়াই জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল সংগঠিত করে যুব আই পি এফ টি-র নেতা-কর্মীরা এবং পরে আন্দোলনকারীরা লেফুঙ্গা ব্লক অফিসে তালা ঝুলিয়ে দেন। তাদের অভিযোগ, লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি পঞ্চায়েতের মধ্যে সাতটিতেই বিজেপির শরিক দল আই পি এফ টি ক্ষমতায় রয়েছে। তারপরও ব্লক চেয়ারম্যানের পদটি আই পি এফ টিকে দেওয়া হচ্ছে না। অবরোধ ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আরক্ষা কর্মী মোতায়েন করা হয়েছে।