পুরুষদের জন্য ভেষজ জন্মনিরোধক ট্যাবলেট

ছবি ঃ এবিপি নিউজ।
ছবি ঃ এবিপি নিউজ।

লন্ডন, ৬ ডিসেম্বর ।। সম্প্রতি গবেষকরা একটি নয়া ভেষজ জন্মনিরোধক ট্যাবলেট তৈরি করেছেন, যা বাস্তবে ৯৯শতাংশ কার্যকর হবে, জানাচ্ছেন তাঁরা। গবেষকদের বক্তব্য, এই ট্যাবলেটের সাহায্যে স্পার্মের মধ্যে যে এনজাইম রয়েছে, তা দুর্বল হয়ে যাবে। এরফলে মহিলারা অন্তঃস্বত্ত্বা হয়ে পড়বেন না।এই ভেষজ ট্যাবলেটটি জেন্ডারুসা গাছের রস দিয়ে তৈরি, এটা মূলত একটি ইন্দোনেশিয়ার উদ্ভিদ। এই গাছের রসটি পাপুয়া দ্বীপের আদিবাসী পুরুষরা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন, তাঁদের স্ত্রীদের অন্তঃস্বত্ত্বা হওয়া রুখতে, জানাচ্ছেন গবেষকরা।
এয়ারলাঙ্গা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ব্যামব্যাং প্রাজোগো এই জেন্ডারুসা গাছটি প্রথম তাঁর গবেষণাগারে এনেছিলেন গবেষণার জন্যে ১৯৮৫ সালে। তারপর এর থেকে ট্যাবলেট তৈরির কাজ শুরু হয়। তবে এই ট্যাবলেট খেলে এমন নয় পুরুষদের স্পার্ম প্রজননের ক্ষমতা হারিয়ে ফেলবে। একমাসের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে পুরুষদের স্পার্ম এবং তারপর যদি তাঁদের সঙ্গম হয়, সেখান থেকে বাচ্চা জন্মানোর সম্ভাবনা থাকছে।
তবে এই ট্যাবলেটের একটাই কুপ্রভাব আছে, পুরুষদের অনেকটা ওজন বেড়ে যায় খুব সহজে, সেটা নিয়ন্ত্রণে রাখা একান্তই জুরুরি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*