আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন ৷৷ বন্যায় দুর্গতদের পাশে দাড়িয়ে মানবতার দৃষ্টান্ত রাখলেন ঊনকোটি সোসিও কালচারেল সংস্থা। ঊনকোটি জেলার একটি সামাজিক সংস্থা ‘ঊনকোটি সোসিও কালচারেল’ কৈলাশহরের বন্যাক্রান্তদের সাহায্যার্থে দুই হাজার লিটার পানীয় জল তুলে দিল কৈলাশহর রামকৃষ্ণ মিশনের হাতে। কৈলাশহর রামকৃষ্ণ মিশনে আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার এই পানীয় জল সামগ্রী মিশনের হাতে তুলে দেন সংস্থার সভাপতি দেবাশীষ সেন। সংস্থার সভাপতি জানান, কৈলাসহরে বন্যার ফলে তৈরি হয়েছে প্রচন্ড জল সংকট। সেই কারনেই তাদের এই উদ্যোগ।