বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ জুন ৷৷ ভারতীয় জনতা পার্টির কিষান মোর্চার উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় এক কার্যকারীনি বৈঠক। মঙ্গলবার দুপুরে বাইখোড়া কমিউনিটি হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই কার্যকারিনী বৈঠক হয় দক্ষিন জেলা ভিত্তিক। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কিষান মোর্চার সাধারন সম্পাদক গৌতম সরকার, কিষান মোর্চার রাজ্য সম্পাদক প্রেমতোষ নাথ, দক্ষিন জেলার কিষান মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি বিভীষন দাস, কিষান মোর্চার দক্ষিন জেলার প্রভারী দেবাশীষ গুহ ও বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা ত্রিপুরার বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং প্রমুখ। অনুষ্ঠানে আগত দক্ষিন জেলার কিষান মোর্চার মন্ডল সভাপতিগণ ও কৃষকরা তাদের সমস্ত কাজকর্মের হিসাব, চাহিদা ও অভাব অভিযোগ গুলি সকলের সামনে উপস্থাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্যের বিজেপি সরকারের কিষান মোর্চার কাজ কর্মগুলি উপস্থাপন করেন। এবারকার বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দারানোর জন্য বক্তারা সকলের কাছে বিশেষ আহব্বান জানান। বক্তারা সকলকে জানান, লোকজন যে সকল উদ্দেশ্য নিয়ে ত্রিপুরায় বিজেপি সরকার গঠন করেছেন তা বাস্তবায়িত করতে হবে। ত্রিপুরায় বিজেপি সরকার গঠনের পর সকলের দায়িত্ব আরো বেড়ে গেছে তাই সকলকে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ এলাকার কৃষকদের সুখ দুঃখের সঙ্গী হয়ে কাজ করে সুন্দর ত্রিপুরা গঠন করতে হবে বলে জানান।