বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ জুন ৷৷ মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে বগাফা বনদপ্তরের রেঞ্জার প্রসনজিৎ দের্বমা ও এস ডি এফ ও সুমন মল্লের যৌথ উদ্দ্যোগে অভিযান চালিয়ে প্রচুর চোরাই কাঠ উদ্ধার করে। শান্তির বাজার মহকুমার অন্তর্গত দেবিপুর এ ডি সি ভিলেজের চেলাগাং রোডে রাতে একটি ভেন গাড়ি বোঝাই করা কাঠ উদ্ধার করে। রেঞ্জারের দেওয়া তথ্য অনুসারে, ভেন গাড়ির মধ্যে প্রায় ৪০ ফুট কাঠ ও বাইরে প্রায় ৩০ ফুট, মোট ৭০ ফুট কাঠ উদ্ধার করেন। আসামী পলাতক।এই কাঠের বাজার মুল্য আনুমানিক এক লক্ষ টাকা। শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত বনভূমি ধ্বংস করে যাচ্ছে বনদস্যুর দল। বগাফা বনদপ্তর প্রতিনিয়ত এই ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে। এই অভিযানে তারা সাফল্যও অর্জন করে। ডেবিপুর এডিসি ভিজেলেজের এস পি ও কেম্পের নাকের ডগায় পুলিশ কর্তাবাবুদের সামনে এই ধরনের কাঠ পাচার করে নিয়ে যাচ্ছে বনদস্যুরা। বগাফা ফরেষ্ট রেঞ্জ অফিস থেকে আরক্ষা প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। যার ফলে তাদের নিজেদের একাই এই ধরনের অভিযান চালাতে হয়।