আফ্রিকার দেশ সিয়েরা লিওনে ইবোলায় আক্রান্ত হয়ে একই দিন ২ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ইবোলা ছড়িয়ে পড়া দেশগুলোতে ১০ জন চিকিৎসকের মৃত্যু হলো।
ওই ২ চিকিৎসক সরাসরি ইবোলা রোগীদের সংস্পর্শে না এলেও তারা কিভাবে ভাইরাসে আক্রান্ত হলেন সেটা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
ইবোলায় আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে যে সব মেডিকেল কর্মী প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে ৫ হাজার ডলার ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দেয় দেশটির সরকার।
শুক্রবার পার্লামেন্টে বক্তৃতা দেয়ার সময় প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরোমা ইবোলা চিকিৎসাকেন্দ্রগুলোতে নিয়োজিত মেডিকেল কর্মকর্তাদের শ্রেষ্ঠ দেশপ্রেমিক হিসেবেও আখ্যা দেন।
এদিকে ইবোলার বিস্তার ঠেকাতে লাইবেরিয়া ও সিয়েরা লিওনে আরো ১৭৫ জন মেডিকেলকর্মী পাঠিয়েছে নাইজেরিয়া।