দেবজিত চক্রবর্তী, ৬ ডিসেম্বর ।। ভারত বাংলাদেশের বর্তমান সম্পর্ককে কাজে লাগিয়ে ব্যবসা বানিজ্য সহ জল পথ, সড়ক পথে দু’দেশের সম্পর্ক কে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে, তারই অঙ্গ হিসেবে এবার গোয়াহাটি -ঢাকা বাস চলাচলের ক্ষেত্রে নতুন পথে অগ্রসর হয়েছে ভারত বাংলাদেশ। খুব সহসায় গোয়াহাটি-ঢাকা যাত্রীবাহী বাস চলাচলের ট্রায়াল রান হতে যাচ্ছে বলে সংবাদ পাওয়া গেছে, যেখানে উপস্থিত থাকবেন দু’দেশের উচ্চপদস্থ আধিকারিকরা। মূলত যে পথে বাস চলাচল করবে তার পরিস্থিতি সহ অন্যান্য সমস্যা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষার জন্যই এই প্রাক প্রস্তুতির ব্যবস্থা।