নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর ।। ভারতরত্ন বাবাসাহেব ডঃ ভীমরাও রামজী আম্বেদকরের শনিবার ৫৯ তম তিরোধান দিবস। সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ডঃ ভীমরাও রামজী আম্বেদকরের ৫৯ তম তিরোধান দিবস। এ উপলক্ষ্যে তপশিলী জাতি কল্যান দপ্তরের উদ্যোগে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে এক প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই ডঃ বি আর আম্বেদকরের মূর্তিতে পুস্পারঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলী জাতি কল্যান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, বিধানসভার অধ্যক্ষ রামেন্দ্র চন্দ্র দেবনাথ, উপাধ্যক্ষ পবিত্র কর, আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিত সিনহা, মেয়র ইন কাউন্সিল বিপদবন্ধু ঋষিদাস, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দিলীপ কুমার দাস সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগন, শিল্পী, ছাত্র ছাত্রী, ও শিক্ষক শিক্ষিকাগণ।