দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৬ ডিসেম্বর ।। কয়েক ঘন্টার জন্যে রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রীয়মন্ত্রী কিরেণ রিজ্জু। শনিবার সকালের বিমানে তিনি আগরতলা আসেন। আখাউড়ার আন্তর্জাতিক সীমান্ত স্থলবন্দরে কার্গো কমপ্লেক্স উদ্বোধন করেন তিনি। আখাউড়ার আন্তর্জাতিক সীমান্ত স্থলবন্দরে কার্গো কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রীয়মন্ত্রী কিরেণ রিজ্জু বলেছেন উত্তর পূর্বাঞ্চলের সন্ত্রাসবাদীদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে, কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের সার্বিক উন্নয়নে যে প্রচেষ্টা নিয়েছে তাতে অংশ গ্রহন করতে। সন্ত্রাসবাদের বর্তমান পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে তিনি মতামত ব্যাক্ত করেন। এই ক্ষেত্রে ত্রিপুরার পরিস্থিতি অনেকটাই শান্ত বলে মন্তব্য করেন।