পাকিস্তান, ৭ ডিসেম্বর ।। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী গোলযোগপূর্ণ উপজাতীয় এলাকায় মার্কিন ড্রোন হামলায় অন্তত ৪ জঙ্গি নিহত, ২ জন আহত হয়েছে।
রোববার উত্তর ওয়াজিরিস্তানের দাত্তা খেলের খার তাঙ্গি এলাকায় এ হামলা চালানো হয়।
পাকিস্তানি সামরিক বাহিনী জুন মাস থেকে ওই এলাকায় তালেবান ও আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে।
নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, “একটি কম্পাউন্ডকে লক্ষ্য করে ড্রোন বিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে চার জঙ্গি নিহত ও অপর দুই জন আহত হয়েছে।”
তিনি আরো জানান, “এই কম্পাউন্ডটি জঙ্গি কমান্ডার হাফিজ গুল বাহাদুরের অনুসারীদের। গুল ওই এলাকার তার নিজের দলকে নেতৃত্ব দিচ্ছেন।”
বিমান হামলার সত্যতা নিশ্চিত করে অপর কর্মকর্তা জানান, এই হামলায় যারা নিহত হয়েছে তাদের পরিচয় জানা যায়নি।
সূত্র: এএফপি