আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই ৷৷ তিন সরকারি কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকায় মোট ছয়টি শিবিরে বসবাসরত ব্রু জনজাতি শরণার্থীদের নিজ রাজ্য মিজোরামে ফিরে যেতে বাধা দেওয়ায় এই সরকারি কর্মমীদের বরখাস্ত কলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাজ্যের সংবাদ মাধ্যমকে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, ব্রু জনজাতির শরণার্থীরা স্বরাজ্যে ফিরে যেতে চাইলেও ক্যাম্পের নেতাদের সঙ্গে তিন দুর্নীতিবাজ কর্মকর্তা জড়িত হয়ে তাদের মিজোরামে ফিরে যেতে বাধা দিতেন। শরণার্থীদের জন্য যে রেশন আসত, তা থেকে কমিশন পাচ্ছিল তারা। তাই রাজ্যের মুখ্য সচিবকে ওই তিন অভিযুক্তকে বরখাস্ত করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।