জনস্বার্থে মামলা ঠুকলেন ডাঃ অশোক সিনহা

দেবজিৎ চক্রবর্তী

Untitled-1

আগরতলা, ১৮ জুলাই/(NUT) : রাজ্যের বুকে ম্যালেরিয়া সংক্রমনে অকালে প্রান গেছে বহু মানুষের। ম্যালেরিয়ায় মৃত্যুর দাপট কমলেও এখনো বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন, একেবারে বন্ধ হয়নি মৃত্যু
ম্যালেরিয়ায় মানুষের প্রানহানিতে সংশ্লিষ্ট দপ্তর সময় উপযোগী পদক্ষেপ গ্রহনের ব্যর্থতার অভিযোগে রাজ্যের প্রবীন চিকিৎসক ডাঃ অশোক সিনহা বৃহস্পতিবার মানুষের স্বার্থে আইনের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেছেন স্বাস্থ্য সচিব ডাঃ এম নাগারজুন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ সত্যরঞ্জন দেববর্মা এবং মিশন ডিরেক্টর ডাঃ সন্দীপ নামদেও-র নামে।
ডাঃ অশোক সিনহা পশ্চিম থানায় এই মামলা দায়ের করে নিজে চিকিৎসক হয়ে মানুষের দায়বদ্ধতার প্রমান রেখেছেন।

FacebookTwitterGoogle+Share