আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই ৷৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে জেলাশাসক (অফিসের কনফারেন্স হলে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের বলেন, নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে বর্তমান রাজ্য সরকার কাজ করছে। পাশাপাশি রাজ্যের নানান অপরাধ, মাদক এবং নারী অপরাধমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে। মুখ্যমন্ত্রী বলেন, ভালো কাজ করলে ওসিদের যেমন পুরস্কার দেওয়া হবে, তেমনি পরিস্থিতি নিয়ন্ত্রণ না করলে এর দায়ভারও নিতে হবে। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, রাজ্য পুলিশের মহা-নির্দেশক এ কে শুক্লা, অ্যাডিশনাল ডি জি শ্যাম চতুর্বেদী, আইনশৃঙ্খলা শাখার আই জি কে ভি শ্রীজেশ সহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত ওসি এবং পুলিশ কর্মকর্তারা।