মধ্যরাতে খোয়াই জেলায় মূখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠক

cmগোপাল সিং, খোয়াই, ২৪ জুলাই ৷৷ সোমবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত খোয়াই জেলার জেলা শাসকের কনফারেন্স হলে জেলা পুলিশ আধিকারিক ও জেলার ৫টি থানার ওসিদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৈঠকে খোয়াই জেলার জেলা শাসক রবীন্দ্র রিয়াং, জেলা পুলিস সুপার জীতেন্দ্র দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক, ৫টি থানার ওসি সহ উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মূখ্যমন্ত্রী বলেন, থানার ওসিরা এখন কাজ করতে চাইছেন। পূর্বের সরকারের সময় ওসিদের দাবিয়ে রাখা হত।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*