৭ ডিসেম্বর ।। ‘মিস সুপ্রান্যাশনাল’ পুরস্কার জিতে নিলেন ভারতীয় সুন্দরী আশা ভাট৷ এই প্রথম কোনো ভারতীয় সুন্দরী এই খেতাব জিতলেন৷
শুক্রবার রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ৭০টি দেশের প্রতিযোগীকে হারিয়ে এই খেতাব জিতে নেন আশা৷
‘মিস সুপ্রান্যাশনাল’-এর পালক শিয়রে জুড়ে আপ্লুত তিনি৷ আশা বলেন, “আমি আনন্দে আত্মহারা৷ এখনো বিশ্বাস করতে পারছি না আমি খেতাব জিতেছি৷ দেশের জন্য খেতাব জেতার থেকে গর্বের আর কিছু নেই৷”
সেইসাথে দেশের মানুষ, মিস ইন্ডিয়া সংগঠন, নিজের পরিবার ও বন্ধু-বান্ধবদেরও ধন্যবাদ জানান তিনি৷
এই খেতাব জিতে ২৫ হাজার মার্কিন ডলার পুরস্কার পাবেন আশা৷