আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই ৷৷ প্রয়াত হলেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক সত্যেন্দ্র চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। এদিন দুপুরে উনার মরদেহ আগরতলা প্রেস ক্লাবে আনা হলে রাজ্যের সংবাদ মাধ্যমের কর্মীরা উনার মরদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। উনার মৃত্যুতে গোটা সংবাদ জগতে শোকের ছায়া নেমে এসেছে।