আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই ৷৷ ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (টি টি আ আ ডি সি) এলাকার আরো উন্নয়ন করা হবে। এর জন্য মোট সাতটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে। সচিবালয়ে আহূত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অর্থনৈতিক উন্নতি, শিক্ষা, ভাষা, সংস্কৃতি, জমির অধিকার এবং জেলা পরিষদে অধিক ক্ষমতা দেওয়া হবে এ ডি সি’কে। তিনি বলেন, এখন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রম ন্ত্রণালয়ে পাঠাবেন। এর ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি কমিটি গঠন করবে এবং এডিসি’র উন্নয়নে কাজ করবে।
এদিন মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের প্রতিটি হাসপাতালে জেনিরিক মেডিসিন কাউন্টার স্থাপন, সামাজিক ভাতা প্রাপকদের নামের সঙ্গে জাতীয় পরিচয়পত্র “আধার কার্ড”র সংযোগ ঘটানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক সন্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি ও পরিবহন দপ্তরের মন্ত্রী প্রাণজীৎ সিংহ রায়।