নয়াদিল্লি, ৭ ডিসেম্বর ।। রবিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের প্রতিনিধিত্ব করছেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
গত ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের বক্তৃতায় মোদি ঘোষণা করেছিলেন, যোজনা কমিশন বিলোপ করে নতুন প্রতিষ্ঠান তৈরি হবে। সেই প্রতিষ্ঠানের কাঠামো কেমন হবে, কীভাবে তা কাজ করবে, এসব বিষয়ে রাজ্যগুলির মতামতও চান প্রধানমন্ত্রী। আজকের বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের থেকে সেই বিষয়েই আলোচনা ও মতামত বিমিময় করবেন প্রধানমন্ত্রী।
যদিও বৈঠকে যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা যোগ না দিলেও বৈঠকে উপস্থিত হয়েছেন অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
উল্লেখ্য, ১৯৫০ সালে যোজনা কমিশন তৈরি হয়। কমিশনের কাজ ছিল রাজ্যগুলিকে কেন্দ্রীয় সাহায্য এবং বিভিন্ন মন্ত্রকের বাজেট বরাদ্দ করা। কেন্দ্রে ক্ষমতায় আসার পর যোজনা কমিশনের প্রাসঙ্গিকতা ধাপে ধাপে লঘু করার প্রক্রিয়া শুরু করেন মোদি৷ সেজন্যই মন্টেক সিংহ অহলুওয়ালিয়ার পরে কমিশনের ডেপুটি চেয়ারম্যান পদে এখনও কাউকে নিয়োগ করা হয়নি৷ শেষমেশ বিলোপ হতে চলেছে যোজনা কমিশন।