আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই ৷৷ কৈলাসহরে রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙ্গার ঘটনায় স্থান পরিদর্শন করলেন রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। সোমবার তিনি কৈলাসহরে এসে ঘটনাস্থল ঘুরে দেখেন। পরিদর্শনকালে উনার পাশে ছিলেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী। প্রাক্তন মূখ্যমন্ত্রী মানিক সরকার মূর্তি ভাঙ্গার ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এই ঘটনা অপ্রত্যাশিত। গোটা ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। পরোক্ষে রাজ্যের শাসকদলের কড়া সমালোচনা করেন তিনি।
উল্লেখ্য, গত ২৫-শে জুলাই গভীর রাতে সমাজদ্রোহীরা কৈলাশহরের চণ্ডীপুরস্থিত প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের পূর্ণাবয়ব মূর্তিটি ভেঙে নদীতে ফেলে দেয়।