গোপাল সিং, খোয়াই, ৩১ জুলাই ৷৷ আই পি এফ টি খোয়াই বিভাগিয় কিমিটির উদ্যোগে সোমবার খোয়াই বাইজালবাড়ি খোয়াই দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে এক জনসভার আয়োজন করে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন আই পি এফ টি-র এডভাইজার কমিতির চেয়ারম্যান নরেন্দ্র দেববর্মা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই পি এফ টি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক তথা বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, ইয়ুথ আই পি এফ টি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শুক্লা নুয়াটিয়া, বিধায়ক বিশ্বকেতু দেববর্মা, ইয়ুথ আই পি এফ টি কেন্দ্রীয় সহকারি সাধারন সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা প্রমুখ।