গোপাল সিং, খোয়াই, ৩১ জুলাই ৷৷ ১৪ বছরের নাবালিকা ধর্ষনের দায়ে এক ব্যাক্তির ১০ বছরের কারাবাস দিল খোয়াই জেলা ও অতিরিক্ত দায়রা আদালতের বিচারক রবি ধাইয়া। চাম্পাহাওর থানা এলাকার নেংটি বাড়ির বাসিন্দা বাহাদুর দেববর্মা পাশের বাড়ির ১৪ বছরের নাবালিকাকে ৩ বছর পূর্বে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ৩ বছর পর খোয়াই জেলা ও অতিরিক্ত দায়রা আদালতের বিচারক তাকে দোষি সাব্বস্ত করে সাজা ঘোষনা করে।