![শিক্ষা ও আইন মন্ত্রী রতন লাল নাথ। (ফাইল ছবি)](https://newsupdateoftripura.com/wp-content/uploads/2018/08/em-300x224.jpg)
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগষ্ট ৷৷ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। রাজ্যের সরকারি কর্মচারীদের অতি শীঘ্রই সপ্তম বেতন কমিশন দিতে পারে রাজ্য সরকার। তারই ইঙ্গিত পাওয়া গেল রাজ্যের শিক্ষা ও আইন মন্ত্রী রতন লাল নাথের কথায়। বৃহস্পতিবার সন্ধ্যায় মহাকরণের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে পুজোর প্রাককালে সপ্তম বেতন কমিশনের সম্ভাবনার ইঙ্গিত দিল শিক্ষামন্ত্রী।
পাশাপাশি এদিন শিক্ষামন্ত্রী বলেন, এখন অনেক স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার প্রায় ১০০শতাংশ। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও প্রাণখুলে ছাত্রছাত্রীদের শিক্ষা দিচ্ছে। যা আগে কোনো এক অজ্ঞাত কারণে তারা তা করেননি। তিনি বলেন, এখন শিক্ষকরা বুঝতে পেরেছেন যে রাজ্য সরকার’র প্রধান উদ্দ্যেশ হচ্ছে ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষিত করে তোলা।