আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ আগষ্ট ৷৷ ফের ধর্মনগর আই এস বি টি’তে উদ্ধার হলো গাঁজা। ধর্মনগর থেকে রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার সময় ভারতীয় মজদুর সংঘের (বি এম এস) হাতে ধরা পরলো রাহুল কুমার নামে এক ব্যক্তি। তার কাছ থেকেই ৮ প্যাকেট গাঁজা উদ্ধার করে তারা। খবর পেয়ে পুলিশ রাহুলকে থানায় নিয়ে যায়।