হস্ত ও সূচী শিল্পের প্রদর্শনী আগরতলা প্রেস ক্লাবে

srbআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ আগষ্ট ৷৷ মঙ্গলালোক নারী নিকেতনের উদ্যোগে শুরু হল তিন দিনব্যাপী হস্ত ও সূচী শিল্পের প্রদর্শনী ও বিক্রয়। রবিবার থেকে আগরতলা প্রেস ক্লাবে শুরু হওয়া এই হস্ত ও সূচী শিল্পের প্রদর্শনী ও বিক্রয় চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলালোক নারী নিকেতনের আবাসিকদের তৈরি এই হস্ত ও সূচী শিল্পের প্রদর্শনীর উদ্বোধন করেন স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজীৎ সিনহা, আগরতলা পুর নিগমের মেয়র-ইন-কাউন্সিল ফুলন ভট্টাচার্য্য প্রমুখ। এই প্রদর্শনীতে রয়েছে মঙ্গলালোক নারী নিকেতনের আবাসিকদের হাতে তৈরি নকশীকাঁথা, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী ও বুটিকে কাজের সামগ্রী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*