আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ আগষ্ট ৷৷ রবিবার সকালের বিমানে রাজ্যে এলেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর। বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি অমিত সাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা রাজ্যের প্রভারী সুনীল দেওধরকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। পাশাপাশি ২০১৯ সালে দেশের দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্বও দেওয়া হয়। এদিন সন্ধ্যায় ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যলয়ে সাংগঠনিকভাবে সুনীল দেওধরের পদোন্নতির পর ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সহ-সভাপতি সুবল ভৌমিক, সম্পাদক তাপস মজুমদার, সম্পাদিকা প্রতিমা ভৌমিক, সম্পাদক রাজীব ভট্টাচার্য, নারী মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ প্রমুখ। নবনিযুক্ত সাধারণ সম্পাদক সুনীল দেওধরকে ফুলের তোড়া ও রিশা দিয়ে বরণ করে নেন দলীয় নেতা কর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুনীল দেওধর বলেন, বাম দুর্গ ত্রিপুরা রাজ্যের পর এবার ভারতের দক্ষিণে পদ্ম ফুল ফুটবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাজ্যের দু’টি আসনেই বিপুল ভোটে জয়ী হবে।