আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ আগষ্ট ৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হলেন বি এস এফ-র মহানির্দেশক কে কে শর্মা। রবিবার বিকেলে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতের সময় বি এস এফ-র মহানির্দেশক মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। পাশাপাশি কিছু বই ও একটি গাছের চারা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন তিনি।