আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ আগষ্ট ৷৷ আসামে জাতীয় নাগরিকত্ব পঞ্জি (এন আর সি) এর দ্বিতীয় খসড়া তালিকা প্রকাশ করার পর ত্রিপুরা রাজ্যের কিছু রাজনৈতিক দল রাজ্যেও জাতীয় নাগরিকত্ব পঞ্জি (এন আর সি) চালুর দাবি জানায়। সেই দাবি খারিজ করে দিল রাজ্য সরকার। রাজ্যে জাতীয় নাগরিকত্ব পঞ্জি (এন আর সি) চালু হচ্ছে না বলে জানিয়েছে রাজ্য সরকার। সোমবার দুপুরে মহাকরণে এক সাংবাদিক সন্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রীর দফতরের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) সঞ্জয় মিশ্র। তিনি বলেন, আসামে জাতীয় নাগরিকত্ব পঞ্জি (এন আর সি) এর দ্বিতীয় খসড়া তালিকা প্রকাশ করার পর ৪০ লাখ বাসিন্দার নাম বাদ পরেছে। এরপর রাজ্যেও কিছু রাজনৈতিক দল এন আর সি চালুর দাবি জানায়। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা নেই। তাই ত্রিপুরায় জাতীয় নাগরিকত্ব পঞ্জি (এন আর সি) চালু করা হবে না।