একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে বনমোৎসব উৎযাপিত

sbবিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ আগষ্ট ৷৷ শান্তির বাজার একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের উদ্দ্যোগে অনুষ্ঠিত হলো মেরিট এওয়ার্ড ড্রিস্ট্রিবিশন সিরোমনি ও বনমোহৎসব-২০১৮। সোমবার দুপুরে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা চন্দ্র কুমার জমাতিয়া, এডিশনাল অধিকর্তা হিরালাল দেবর্বমা, দক্ষিন ত্রিপুরার জেলাশাসক দেবপ্রীয় বর্ধন, শান্তির বাজার মহকুমা শাসক অনিমেষ দেবর্বমা, প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরি শঙ্কর রিয়াং ও বিদ্যালয়ের প্রিন্সিপেল বি এন চৌধুরি।
অনুষ্ঠানে ৫২ জন ছাত্র ছাত্রীদের মেরিট এওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের নিত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য শেষে সকল অতিথীবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন করে বনমোৎসব উৎযাপিত করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*