আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ আগষ্ট ৷৷ সম্প্রতি থ্যাইল্যান্ডে আয়োজিত অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতায় থ্যাইল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের অনূর্ধ্ব-১৭ ফুটবলারা অংশ নেন। এ প্রতিযোগিতায় ৩-০ গোলে পাকিস্তানকে হারিয়ে জয় পায় ভারতের (উত্তর-পূর্বাঞ্চলের) অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। সোমবার আগরতলার ভগৎ সিং যুব আবাসে আয়োজিত একটি অনুষ্ঠানে জয়ী ভারতীয় দলকে সংবর্ধনা দিয়েছে রাজ্য সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তুষ সাহা, সমাজসেবী প্রতিমা ভৌমিক, যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের পরিচালক উদয়ন সিনহা প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ফুটবলারদের হাতে একটি ফুটবল তুলে দেন। পাশাপাশি ভারতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের কোচ উজ্জল দেববর্মার হাতে এক লাখ টাকার চেক তুলে দেন।