আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ আগষ্ট ৷৷ সম্প্রতি রাজ্যে সফর করেন সংসদদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এই প্রতিনিধি দলটি অভিযোগ করেন বিজেপির শাসনে রাজ্যে কোন গণতন্ত্র নেই। তাদের অভিযযোগ রাজ্যে বিরোধীদের উপর আক্রমণ চলছে। ভাঙ্গা হচ্ছে বিরোধীদের পার্টি অফিস। টিমটি সাংবাদিক সন্মেলন করে বলেন, রাজ্যের মানুষের আর্থ সামাজিক অবস্থার অবনতি হয়েছে।
সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আহূত এক সাংবাদিক সন্মেলনে এই অভিযোগ উড়িয়ে দিল বিজেপি। এদিন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সম্পাদিকা প্রতিমা ভৌমিক ফ্যাক্ট ফাইন্ডিং টিমের অভিযোগ তথ্য সহকারে উড়িয়ে দেন। তিনি বলেন, বিজেপি-আই পি এফ টি জোট সরকার গঠন হবার পর থেকে রাজ্যে একটিও রাজনৈতিক খুন হয়নি। তিনি রাজ্যের বিজেপি সরকারের চার মাসের কার্যকালে বিভিন্ন সাফল্য তুলে ধরেন।